রোকেয়া আক্তার( কেয়া) বগুড়া বিশেষ প্রতিনিধি: শনিবার নন্দীগ্রাম রনবাঘা ঘরোয়া পরিবেশে মাহী শুভ জন্মদিনে অনুষ্ঠিত হয়।
মোঃ মাসুদুর রহমান (বাবা)এবং(মা) মোছাঃ নাছিমা রহমান এর একমাত্র মেয়ে মাহী মামণি” এর ১০তম জন্মদিন উপলক্ষে মহান আল্লাহ্ দরবারে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ভবিষৎতে মেয়েকে পবিত্র কোরআনের শিক্ষায় শিক্ষিৎত করতে চাই।
৯বছর আগে আল্লাহ এই (১০ এপ্রিল )জন্ম দিনটাতে সবচেয়ে মিষ্টি মাহী -টাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে।ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে সে আজ ১০ বছর বয়সী হয়ে উঠেছে।কামনা করি তুমি যেন পৃথিবীর সব সুখ আস্বাদন করতে পারো।
“শুভ জন্মদিন”
শুভেচ্ছান্তেঃ–
মোঃ মাসুদুর রহমান (বাবা)
মোছাঃ নাছিমা রহমান (মা)
মোঃ ইয়াছিন মাষ্টার (দাদা)
মোছাঃআভিয়া (দাদী)