বগুড়া প্রতিনিধি: রবিবার নন্দীগ্রাম দাসগ্রাম ঘরোয়া পরিবেশে সরফরাজ শুভ জন্মদিনে অনুষ্ঠিত হয়।
মোঃ সবুজ আলী (বাবা) তিনি বগুড়া জেলা সাবিক আন্তজাতিক মানবধিার সংস্থা সাধারণ সম্পাদক ও -ধুমপান মু্ক্ত বাংলাদেশ চাই সোসাইটি নন্দীগ্রাম থানা শাখা । সাংগঠনিক সম্পাদক এবং(মা) মোছাঃ সুরাইয়া বিবি (গৃহিণী) এর একমাত্র ছেলে” এর ১ম তম জন্মদিন উপলক্ষে মহান আল্লাহ্ দরবারে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ভবিষৎতে ছেলেকে পবিত্র কোরআনের শিক্ষায় শিক্ষিৎত করতে চাই।
গত বছর আল্লাহ এই (১৮ এপ্রিল )জন্ম দিনটাতে সবচেয়ে মিষ্টি সরফরাজ -টাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে।ছোট্ট ছোট্ট পায়ে এগোতে এগোতে সে আজ ১ বছর বয়সী হয়ে উঠেছে।কামনা করি তুমি যেন পৃথিবীর সব সুখ আস্বাদন করতে পারো।
“শুভ জন্মদিন”
শুভেচ্ছান্তেঃ–
মোঃ সবুজ আলী (বাবা)
মোছাঃ সুরাইয়া বিবি (মা)
মোঃ তালেবর আলী (দাদা)
মোছাঃ সুফিয়া বিবি (দাদী)