শিবগঞ্জ(বগুড়া)সংবাদদাতাঃ গতকাল বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ফাহিমা আক্তার মহিলাদের হাতে লাঞ্ছিত। জানা যায়, শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মোছাঃ ফাহিমা আক্তার বিভিন্ন মহিলাদের মাটি কাটার কাজ দেওয়ার কথা বলে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর এর সেলাই প্রশিক্ষণের কাজের নাম করে টাকা নেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার তিনি তার কার্যালয়ে আসলে অভিযোগকারী কিছু মহিলারা তাকে লাঞ্ছিত করে।এ সময় সে অফিস থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে চলে আসে। মহিলা ভাইচ চেয়ারম্যান লাঞ্ছিতর ঘটনায় জনসাধারণের মদ্ধে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলার সচেতন মহল মনে করে সে যতই অপরাধী হোক এভাবে অফিসে তাকে লাঞ্ছিত করা ঠিক হয়নি। যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা দরকার বলে আমরা মনে করছি। এ বিষয়টি নিয়ে উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ফাহিমার সাথে যোগাযোগ করলে তিনি বলেন,কিছু ব্যক্তির লেলিয়ে দেওয়া কিছু মহিলা আমাকে লাঞ্ছিত করেছে। তবে মাটি কাটা ও সেলাই প্রশিক্ষণের জন্য টাকা নেওয়ার বিষয়টি সত্য নয়।আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য একটি সাজানো নাটক মাত্র। আমি বর্তমান বগুড়া শজিমেকে চিকিৎসাধীন রয়েছি। আমি সুস্থ্য হয়ে উঠে লেলিয়ে দেওয়া ব্যক্তিসহ আমাকে যারা লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবো। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমি অফিসে ছিলাম না। তবে ভাইচ চেয়ারম্যানের কাছে কিছু মহিলা টাকা পাবে বলে শুনেছি।টাকা ফেরত না দেওয়ার পরিপ্রেক্ষিতে লাঞ্ছিতের ঘটনাটি ঘটেছে