শাহজাহান আলী, শিবগঞ্জ (বগুড়া) থেকেঃ সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় তিন শতাধিক পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে পূজাসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবির।
পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান। অন্যান্য মধ্য বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, নারী কাউন্সিলর মাজেদা বেগম, শাহানাজ বেগম, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল অধিকারি, বানাইল বারোয়ারি কেন্দ্রীয় শিবমন্দির কমিটির সাবেক সভাপতি শ্রীকৃষ্ণ মোহন্ত, আওয়ামী লীগ নেতা ফারুক চৌধুরী, পৌর কর্মকর্তা শ্যামল চন্দ্র মোদক, মো: বদিউজ্জামান, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ। পূজাসামগ্রীর মধ্যে ছিল শাড়ি লুঙ্গি ধুতি নারিকেল ও চিনি। এর মধ্যে অসহায় পরিবারকে শাড়ি-লুঙ্গি, পুরোহিতকে ধুতি এবং সম্মানিত ব্যক্তিদেরকে চিনি ও নারিকেল দেওয়া হয়।
প্রধান অতিথি ইউএনও আলমগীর কবির বলেন, মেয়র মহোদয় ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদেরকে উপহার দেন এটি একটি বিরল ঘটনা। এই ব্যতিক্রম উদ্যোগটি এর আগে অন্য কোথায় দেখিনি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে এই আয়োজন করি। তিনি বলেন, মেয়র নির্বাচিত হবার পর থেকেই সীমিত সম্পদের মধ্যেও সাধ্যমত চেস্টা করছি সবার পাশে দাঁড়ানোর জন্য। আগামী দিনেও তা অব্যাহত থাকবে