নন্দীগ্রাম ,বগুড়া প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ গ্রাহকেরা। দিন-রাতে ৮ থেকে ১০ বারে’র বেশি লোডশেডিং করা হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। প্রচন্ড গরমে ত্রাহি অবস্থা হয়ে দাড়িয়েছে। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের লেখাপড়া। বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট নন্দীগ্রাম বাসী। ঘন ঘন লোডশেডিংয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। লোডশেডিংয়ে অতিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।
নন্দীগ্রামের অভিযোগ কেন্দ্রে সকাল থেকে বার বার মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে সম্ভব হয়নি ।