নওগাঁ জেলা ভ্রাম্যমান প্রতিনিধিঃ হাবিবুর রহমান (হাবিব)
নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
সোমবার (৩১ মে) রাত ৮টায় শহরের কাঁঠাতলী মোড় থেকে তাদের আটক করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।
আটকৃতরা হলেন- ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত ছানারুল্লাহর ছেলে চালক খোরশেদ আলম (৪৫) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৮)।
র্যাব-৫ ক্যাম্প কোম্পানি কমান্ডর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা বলেন, হবিগঞ্জ থেকে (ঝিনাইদহ-ট-০২-০১৮৩) একটি খালি ট্রাক নওগাঁয় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়া সড়কের কাঁঠালতলী মোড়ের পাশে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সামনে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ট্রাকের উপর পলেথিনে ঢেকে রাখা প্লাস্টিকের চারটি বস্তা থেকে গাঁজা জব্দ করা হয়। যার ওজন প্রায় ৪০ কেজি। এ সময় চালক ও তার সহযোগীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।