মাদারীপুর প্রতিনিধি।।
প্রবাসী জনকল্যাণ সংস্থার উদ্যোগে প্রবাসী নাজমুল ইসলাম তার নিজ অর্থায়নে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী বলসা সড়কের ভেঙে যাওয়া কিছু অংশ মেরামত করেন।
যাওয়া হাজার হাজার মানুষের চলাচল দূর্বিসহ হয়ে পড়েছিল। উক্ত রাস্তাটি ভাঙাঁ অংশ প্রবাসী জনকল্যাণ সংস্থার উদ্যোগে সিঙ্গাপুর প্রবাসী ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম এর নিজস্ব অর্থায়নে মেরামত করা হয়। প্রবাসী জনকল্যাণ সংস্থা পূর্বেও অনেক সামজিক ও গরিব ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করে আসছেন।
নাজমুল ইসলাম বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে জনদূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ব্যক্তিগত অর্থায়নে সড়কের বড় বড় অংশের গর্ত ভরাট করার উদ্যাগ নেই। ভবিষ্যতে আরো সামজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে আশা ও দোয়া প্রত্যাশি।