এস আই সুমন,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার মহাস্থানে সিএনজি ও মিনিবাসের সংঘর্ষে শিশু সহ সিএনজির ৩জন যাত্রী নিহত, আহত১৫
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭ টায় বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান ব্রীজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে সোনাতলার জুমার বাড়ী থেকে যাত্রীবাহী একটি সিএনজি ( বগুড়া- থ- ১১- ১৭৪১) বগুড়া আসার পথে রংপুর গামী আহসান এন্টার প্রাইজ, ( ঢাকা মেট্রো ব- ১৫-৫৭৭৫) বাসটি সিএনজিকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই সিএনজির ২ জন যাত্রী মারা যায় এবং বগুড়া নেওয়ার পথে সিএনজিতে থাকা শিশুটিও মারা যায়। উল্লেখ্য যে সিএনজির যাত্রী সিজার করা তার শিশু সন্তানকে নিয়ে বগুড়া ডাক্তারের কাছে যাচ্ছিল। এঘটনায় বাস ও সিএনজি ঘটনাস্থলেই রয়েছে,। এ সংবাদ লেখা পর্যন্ত নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে , শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল মর্গে পাঠান এবং মহাসড়কে যানজট নিরসনে কাজ করেন।