
নন্দীগ্রাম ,বগুড়া, প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি, শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, একেএম ফজলুল হক কাসেম গত ১৩ ই জুলাই মঙ্গলবার নিজস্ব ভবনের সিড়ি থেকে পা ফসকে পড়ে গুরুতর আহত হয়েছে ।বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর কর্তব্যরত ডা:আব্দুল্লাহ আল্ মুতী (সুবর্ন) একেএম ফজলুল হক কাসেম কে পরামর্শ দিয়েছেন,১৫দিনের বেড রেস্ট, হুইল চেয়ারে চলাফেরা করতে হবে।একেএম ফজলুল হক কাসেম বলেন,গত কাল ১৩ ই জুলাই অসাবধানতা বসত সিড়ি থেকে পা ফসকে পড়ে পপুলার এ ডাক্তার এর কাছে গেলাম ডাঃ পরামর্শ দিল ১৫দিনের বেড রেস্ট, হুইল চেয়ারে চলাফেরা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি ।