নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ–বগুড়ার নন্দীগ্রামে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উক্ত শোক দিবস উপলক্ষে রবিবার (১৫ই আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১১টায় পৌর এলাকায় ফলজ ও ঔষধি বৃক্ষ রোপন কর্মসূচি, বাদ যোহর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ ও সাধারণ সম্পাদক শুভ আহমেদ এর নেতৃত্বে সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল নোমান নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, মনসুর হোসেন ডিগ্রি কলেজে শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক দুলাল, ছাত্রলীগ নেতা জাহিদ, আকাশ, কৌশিক, নুরনবী, রবিউল, আব্দুল্লাহ আল বাকী, রাকিব, মেহেদী, পিতম, রহিদাস, মামুন, রায়হান, সিয়াম প্রমূখ।