এস আই সুমন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষীকি উপলক্ষে তাঁর সুস্থতা ও রোগমুক্তি কামনায় সোমবার বাদ আসর নিশিন্দারায় বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্টিত হয়েছে।
বগুড়া সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সোলায়মান আলীর সভাপতিত্বে দোয়ার মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল। তিনি বলেন, রাতের সরকার রাষ্ট্রিয় সব কাজে ব্যর্থ হয়ে এক-এক সময় একটা করে গুজব তুলে জনগণের দৃষ্টি সেদিকে ফিরানোর চেষ্টা করছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা প্রায় ধংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আপনারা সকলে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম রাসেল মামুন। নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, নামুজা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মাষ্টার, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ বজলু, এরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন টুকু, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, শাখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছামছুল আলম মন্ডল, সাধারণ সম্পাদক হাসান জাহিদ হেলাল, রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান, ফাঁপোর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডু, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, বিএনপিনেতা মানিক, আল আমীন পেস্তা, আতিকুর রহমান আতিক, আব্দুল হান্নান, আইয়ুব খাঁন, আল আমীন পেস্তা, শাহ আলম জনি, শফিকুল ইসলাম, এবিএম সিদ্দিক, আকমল হোসেন সজল, আতাউর রহমান টুকু, আলহাজ্ব মোজ্জাফর হোসেন,এবিএম মিলন সহ বিএনপির অঙ্গযোগী সংগঠনের নেতৃবৃন্দ।