কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস/১৯ পালিত হয়েছে। রবিবার দিবসটিকে সামনে রেখে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। আলোচনা সভায় ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন দপ্তরে জন্ম নিবন্ধন বিষয়ক নানা সমস্য ও সমাধান সক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাগন জন্ম নিবন্ধন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন।
