এস আই সুমনঃ স্টাফ রিপোর্টারঃ
সোমবার বেলা ১১ টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়নের ছোট ধাওয়াকোলা জামে মসজিদে ২য় তলা ছাঁদ ঢালায় কাজের উদ্বোধন করা হয়।
সমাজ সেবক মুকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছাঁদ ঢালায় কাজের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব এ এইচ এম গোলাম রসূল খাঁন রানা।
তিনি বলেন,আল্লাহর ঘর জামে মসজিদের উন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি সহ সকলের এগিয়ে আসা উচিৎ সেই সাথে সকল মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে ইহার যত্ন নিতে হবে। তিনি অত্র মসজিদের নির্মান কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও গোকুল তমিরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সমাজ সেবক একেএম কাউছার আলী খোকন সরকার, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শামীম হোসেন,অত্র মসজিদের খতিব হাফেজ রায়হান আলী, সমাজ সেবক মজিবুর রহমান, বুলু মিয়া, মুঞ্জু মিয়া, ফজলুল হক, মুকুল ভান্ডারী, মোজাম্মেল হক, আজিজার রহমান, তোফাজ্জল হোসেন, ছামসুল হক, জিল্লুর রহমান, রেজাউল করিম,রুবেল হোসেন প্রমুখ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোকুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম আলহাজ্ব মাওঃ মোঃ আমিনুর রহমান।