নন্দীগ্রাম (বগুড়া )প্রতিনিধি :
বগুড়ায় নন্দীগ্রাম উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল বিট পুলিশিং অফিসে জন প্রতিনিধি গ্রাম পুলিশ ও সাধারণ জনতার সাথে পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট মঙ্গলবার বিকেল ৪ টার দিকে মাদক জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫ নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বিজরুল বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত অফিসার এসআই চান মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, নন্দীগ্রাম থানায় মাদক,জুয়া সন্ত্রাস নারী নির্যাতন, অপহরণ,বাল্যবিবাহ চিরতরে মুছে ফেলতে বিট অফিসের কার্যক্রম জোরালো করা হয়েছে।সবাই বিট অফিসে এসে পুলিশের কাছে সমস্যার কথা খুলে বলুন, প্রয়োজনীয় মাদক ব্যবসায়ী মাদক সেবনকারীর নাম ঠিকানা তালিকা দিন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন। তাহলেই আমরা নন্দীগ্রাম থানাকে মাদক, সন্ত্রাস,নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ করতে পারব। পুলিশের কাছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন ন্যায়ের পক্ষে থাকুন।যে কোন অন্যায় হলে সরাসরি আমাকে ফোন দিয়ে জানাতে পারেন।
তিনি আরো বলেন ,বিট পুলিশ অফিসে আপনাদের জন্য পুলিশ রাখা হয়েছে। যেকোনো সমস্যায় তাদেরকে পাশে পাবেন সাথে অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে তথ্য দিয়ে সমাজকে সুন্দর ও মাদক,জুয়া সন্ত্রাস নারী শিশু নির্যাতন, বাল্যবিবাহ মুক্ত রাখতে পারেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ বেলাল হোসেন নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাশেম আলী প্রামানিক ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান ইউপি সদস্য মোঃ বুলু মিয়া ইউপি সদস্য আব্দুল হাকিম ইউপি সদস্য আবদুল গফুর পরামানিক ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী প্রামানিক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর বাবু মহিলা সদস্য মোছা: খাদিজা খাতুন মোছা: আমিনা বিবি মোছা: হাসিনা আক্তার গ্রাম পুলিশ সহ সাধারণ জনগণ।