নন্দীগ্রাম প্রতিনিধিঃ—বগুড়ার নন্দীগ্রামে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নর্থবেঙ্গল জোনাল কমিটির সাংগঠনিক সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ও নন্দীগ্রাম আরজেএফ ও ইউনাইটেড প্রােসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আবু সাঈদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনাটি নেক্কারজনক বলে মন্তব্য করেছেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিউনিকেশন ডাইরেক্টর ও নর্থবেঙ্গল জোনাল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার তৌহিদুৎ জামান লিখন। এই ন্যাক্কারজনক হামলার ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। তিনি আরো বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই, কেউ যদি কোন অন্যায় করে থাকে তার জন্য আইন আছে, আদালত আছে। এভাবে সবাই যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে আইন, আদালতের কি প্রয়োজন আছে। যেখানে একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মীর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে সেখানে সাধারন মানুষের নিরাপত্তা কোথায়। নন্দীগ্রামে সাংবাদিক আবু সাঈদের উপর ন্যক্কারজনক হামলার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে বগুড়া জেলা এসপি স্যারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।