নন্দীগ্রাম প্রতিনিধিঃ–বগুড়ার নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের আয়োজনে পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আনিছুর রহমানের ৪৭তম শুভ জন্মদিন পালিত হয়েছে। উক্ত জন্মদিন উপলক্ষে রবিবার (২৬শে সেপ্টেম্বর) বিকেল ৫টায় পৌরসভা মিলনায়তনে কেক কর্তন ও শুভেচ্ছা বিনিময় করেন নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, সাধারন সম্পাদক সাংবাদিক আবু সাঈদ, যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক শাহিন আলম সাজু, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুল গফুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এমদাদুল হক প্রমূখ।