এন এস সি আনসার আলী, শাহাজানপুর, -বগুড়া প্রতিনিধি ঃ
নিরাপদ সড়ক চাই (নিসচা) ,বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক (প্রস্তাবিত) কমিটি
জনাব বাবলু মন্ডল গতকাল রাত ৯ টায়, তার ব্যবসায়িক কাজে মোটর সাইকেল যোগে নন্দীগ্রাম যাওয়ার পথে উপজেলার গোহাইলে সড়ক দৃরঘটনায় আহত হয়।বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৃরঘটনার বিষয়টি তার বড় ভাই নিসচা উপজেলা শাখার সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) কমিটি
জনাব মোঃ আনছার আলীকে মোবাইল ফোনে জানান সেই সাথে বাবলুর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।