মোঃ সুলতান মাহমুদ মিলটন (সৌদিআরব প্রতিনিধি): সৌদি আরবে স্কুলবাসের ড্রাইভার হিসেবে নারীদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার! সম্প্রতি এক অধিবেশনে সৌদি আরবের শিক্ষা মন্ত্রনালয় এই সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি সৌদি আরবের শিক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র ইবতিসাম আল-শাহরি গনমাধ্যমকে জানা, নারী এবং পুরুষ উভয়কেই স্কুলবাসের ড্রাইভার হিসেবে নিয়োগ দেয়া হবে। তিনি জানান, বর্তমানে সৌদি আরবের শিক্ষা
প্রতিষ্ঠানসমূহগুলোতে ড্রাইভার নিয়োগ দেয়ার যেই ফর্ম বা পেপারওার্ক রয়েছে, সেখানে নারী বা পুরুষ অর্থাৎ লিঙ্গ চিহ্নিত করার ঘর থাকছে না। অর্থাৎ, যোগ্যতা সম্পন্ন যেকোন নারী এই পদে আবেদন করতে পারেন এবং এই পদে যোগদান করতে পারেন।