অনলাইন ডেস্ক :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়ে চমক দেখিয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। এর মধ্য দিয়ে দেশে এই প্রথম তৃতীয় লিঙ্গের কেউ ইউপি চেয়ারম্যান হলেন।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে পেছনে ফেলে বিপুল ভোটে জয়ী হন তিনি। রোববার ভোটগণনা শেষে দেখা যায়, ঋতুর আনারস প্রতীক পেয়েছে নয় হাজার ৫৩৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ছানার নৌকা প্রতীক পেয়েছে চার হাজার ৪০৪ ভোট।