আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
মরহুম সাইফুল ইসলাম এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মস্থল এ ব্যবস্থার দাবিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মানববন্ধন অনুষ্ঠিত।
হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলাম ২৮শে ডিসেম্বর ২০২১ দুপুর (আনুমানিক) ১ টা ৪০ মিনিটে নিজ কর্মস্থলে কর্মরত অবস্থায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে মারা যান।
চিহ্নিত হত্যাকারীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে, কঠোর বিচার ব্যবস্থা সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা প্রণয়নে আজ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এ সকাল সাড়ে ৯ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মহসিন আলী স্যার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাক্তার রেজাউল আলম জুয়েল স্যার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার ওয়াদুদ স্যার সহ বিভিন্ন পর্যায় ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট (প্যাথলজি বিভাগ, রক্ত পরিসঞ্চালন বিভাগ, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ, ডেন্টাল বিভাগ, ফার্মাসি বিভাগ, ফিজিওথেরাপি বিভাগ), চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য সেবীরা।।