এস আই সুমনঃ স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় দাম্পত্য জীবনের কলহের জেরে স্বামী-স্ত্রী একে অপরকে ধারলো অস্ত্রের আঘাতে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।
১৭ জানুয়ারি (সোমবার) সকাল ৯টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়ার বানদীঘি এলাকায় স্বামী-স্ত্রী দাম্পত্য জীবনের কলহের জেরে একে অপরের গলা কেটে হত্যা চেষ্টার এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বানদিঘী পশ্চিমপাড়ার হিরু শেখের ছেলে গোলজার শেখ (২৫) ও তার স্ত্রী সুইটি বেগম (২২)। এ ঘটনায় স্বামী- স্ত্রী
দুই জনকেই আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) সেলিম রেজা।
ওসি সেলিম রেজা জানান, গোলজার ও সুইটি প্রেমের সম্পর্কের মাধ্যমে তিন বছর আগে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সেই রেশ ধরেই সোমবার সকালে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় গোলাজার ধারালো বাটাল দিয়ে তার স্ত্রী সুইটির গলায় আঘাত করেন। এসময় স্ত্রী সুইটি বেগমও ব্লেড দিয়ে স্বামী গোলজারের গলায় আঘাত করেন। পরে পরিবারের লোকজন দু’জনকেই উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এ রির্পোট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি।