নন্দীগ্রাম ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন রানা (এলএলবি) এবং নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আনিছুর রহমান কে নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাব ও রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন-নন্দীগ্রাম ইউনাইটেড প্রেস ক্লাব ও আরজেএফ’র সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।