অনলাইন ডেস্ক :
বগুড়ার শিবগঞ্জে অসম প্রেমে বিয়ে জনিত পারিবারিক কলহে যুবক যুবতীর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকৃত যুবক সবুজ (২১) দামগারা কারিগর পাড়া গ্রামের মৃতঃ জলিলের পুত্র। সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পেশায় সে লেবার ছিলো বলে জানা যায়।
অপরদিকে আত্মহত্যাকৃত যুবতী মার্জিয়া জান্নাত (১৯) মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া গ্রামের রাজ্জাকের মেয়ে। সে নামুজা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলো।
সূত্র জানায়, আত্মহত্যাকৃত যুবক যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তারা সোমবার দিনে গোপনে বিয়ে করে। বিয়ের পর মেয়েকে ছেলের বাড়িতে আনলে মেয়েপক্ষ তাদের মেয়েকে নিয়ে যায়। ছেলের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে মোবাইল ফোনে কথা-কাটাকাটি এক পর্যায়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার এসআই ইমরান হোসেন ও নাছির উদ্দীন।