এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়া’র ইনচার্জ(ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম ইং ১৮/০৪/২০২২ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন বগুড়া শেরপুর রোড বনানী টু সাতমাথাগামী পাকা রাস্তার পশ্চিম পাশে মফিজপাগলার মোড়স্থ মেসার্স মা মটরস দোকানের সামনে হইতে ১৪০০ (একহাজার চারশত) পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আসামী ১। মোঃ সুমন হাসান @ সোহেল (৩০), পিতা- মোঃ তোফাজ্জল মাষ্টার, সাং- ধলিরচর, থানা- গাবতলী, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি সূত্র জানান