নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তেঘরী গ্রামের মৃত উজির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪৩), বনগ্রাম জোঁকা গ্রামের মৃত আফছার আলীর ছেলে আইয়ুব হাসান মিন্টু (৪৫), গুলিয়া কৃষ্ণপুর দক্ষিণপাড়ার নাসির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩২), কাহালু উপজেলার শিতলাই মন্ডলপাড়ার মোখলেছার রহমানের ছেলে আব্দুল কাদের (২৩)।
থানার উপ-পরিদর্শক মো. নুর আলম জানান, রাত্রী আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় ৪নং থালতা মাঝগ্রাম ইউপির অর্ন্তগত ত্রিমহনী বাজারস্থ সুকুমার চন্দ্র এর মেশিনারীজ পার্টস দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আইয়ুব হাসান মিন্টু, রফিকুল ইসলাম রফিক, আব্দুল কাদের কে গ্রেফতার করা হয়। অপরদিকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৃথক অভিযানে উপজেলার ১নং বুড়ইল ইউপির অর্ন্তগত তেঘরী গ্রামস্থ সুলতান সরকার এর বসত বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে এক গ্রাম হেরোইনসহ ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে।