এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ
বুধবার সকালে বগুড়া সদর উপজেলা পরিষদে গোলাম মোহাম্মদ সিরাজ এমপি’র সরকারী ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত ২ লক্ষ ৫০ হাজার টাকা ৫০টি পরিবারের মাঝে বরাদ্দকৃত ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
মাননীয় জাতীয় সংসদ সদস্যের পক্ষে চেক প্রদান করেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া শহর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মোঃ সাইদুল ইসলাম।