কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু-নন্দীগ্রাম বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট/১৯ইং শনিবার বিকেলে কাহালুর দেওগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব অধ্যাপক এ এন এম আহছানূল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাফিকুল ইসলাম শফিক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সফল, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের
সাধারণ সম্পাদক রাজিব, মালঞ্চা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (জয়), জামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আলিফ মন্ডল (রাতুল) সহ অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী লীগ খেলায় দূর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে ৪-১ গোলে হারিয়ে ৪নং ওয়ার্ড জয়ী হন। উক্ত খেলায় শত শত দর্শক উপস্থিত ছিলেন।