মোঃ সুলতান মাহমুদ মিলটন (সৌদিআরব প্রতিনিধি): বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণে সৌদি আরবে পালিয়ে আসা ৫০,০০০ মানুষকে তাদের পরিবারসহ নাগরিকত্ব প্রদান করেছে সৌদি আরব সরকার।
গৃহহীন এসকল মানুষকে শুধু আইডি কার্ড ইস্যু করাই নয়, বরং কোনপ্রকার ফাইন বা খরচ দেয়া বাদেই সৌদি আরবে চলাফেরা করার, কাজ করার, বসবার করার, চিকিৎসা সেবা লাভ করার, শিক্ষা লাভ করা ইত্যাদি সেবা গ্রহণের সুযোগ করে দিয়েছে সরকার।
জেনেভায় জাতিসংঘ আয়োজিত রিফিউজি প্রোগ্রামের ৭০তম অধিবেশনে সৌদি আরবের মানবাধিকার মন্ত্রণালয় এর ডেপুটি প্রেসিডেন্ট আবদুল আজিজ আল-খায়াল এসকল তথ্য উপস্থাপন করেন।
তিনি বলেন, সৌদি আরব সকল গৃহহীন মানুষকে উপযুক্ত সুযোগ সুবিধা দেবার জন্য প্রয়জোনীয় সকল ব্যবস্থা নিয়েছে। সৌদি আরবে জন্ম হওয়া যেকোন শিশু সৌদি আরবের নাগরিক হিসেবে গণ্য হবে।
এছাড়াও তিনি যোগ করেন, সৌদি আরব এখন পর্যন্ত সিরিয়ান রিফিউজিদের সকল প্রকার সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করতে প্রায় ১৮ হাজার কোটি ইউএস ডলার খরচ করেছে।