কামরুল হাসান, শিবগঞ্জ (বগুড়া)থেকেঃ জাতীয় পার্টি শান্তি প্রতিষ্ঠা করে, তাই আসুন আমরা জাতীয় পার্টির পতাকা তলে ঐক্য বদ্ধ হই। জাতীয় পার্টি মানুষের জান মালের নিরাপত্তা দেয়। মানুষ শান্তিতে ঘুমাতে পারে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে মদ,জুয়া হাউজি বন্ধ হয়। শরিফুল ইসলাম জিন্নাহ শিবগঞ্জ উপজেলার আনাচে -কানাচে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভাট সহ একাডেমীক ভবনের উন্নায়ন করেছে। তিনি একজন মুক্তিযোদ্ধা তার মধ্য দেশ প্রেম কাজ করে। গত বুধবার সন্ধ্যায় গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজনে ওয়ার্ড কমিটির সমন্বয় সভায় ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সাজেদুর রহমান কালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরিক্ত কথাগুলো বলেন, শিবগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শাহিনুর ইসলাম
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা নান্নু মন্ডল,বাহার হাজি,মকবুল হোসেন মফু,ইমদাদ,মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম উকিল,আফজাল হোসেন,জহুরুল ইসলাম,শাহাদত হোসেন,গোলজার,কামাল,আফসার আলী,আজিজুল হক,দেলোয়ার হেসেন, শাহিন প্রমূখ।