নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ আজ শনিবার ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি নন্দীগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে দাসগ্রাম শালুকাপাড়া তরুণ ক্লাবের খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি নন্দিগ্রাম উপজেলা শাখার সভাপতি অাব্দুল গফুর , প্রচার-প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান খোকা, ইউসুফ অালী। ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি নন্দিগ্রাম উপজেলা শাখার সভাপতি অাব্দুল গফুর এসময় বলেন খেলাধুলা মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখে। তাই সবাইকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলোয়ারদের মদ্ধে উপস্থিত ছিলেন ফুটবল টিম অধিনায়ক অারিফুলইসলাম ,জিহাদ, রকিব,সাগর,রবিউল ইসলাম, জাকির প্রমুখ।