শাহজাহান আলী, বগুড়া থেকে : “হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে”এ প্রতিপাদক্য সামনে রেখে বাংলাদেশ গ্রাম-থিয়েটার পুন্ড্রু (বগুড়া-জয়পুরহাট) অঞ্চলের অংশগ্রহণে গত শনিবার বগুড়ার সোনাতলায় গ্রাম-থিয়েটারের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে সকালে আনন্দ র্যালি অনুষ্টিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে, বাংলাদেশ গ্রাম-থিয়েটার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না এ সম্মেলনের উদ্বোধন করেন। সোনাতলা থিয়েটার সভাপতি নিপুন আনোয়ার কাজল এর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের উপ-সচিব ও লালন গবেষক ড.আজাদুর রহমান। আরো উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা চেয়ারম্যান এ্যাড.মিনহাদুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুর আলম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু , সরকারী নাজির আক্তার কলেজের অধ্যক্ষ মো: মাহবুল আলম , গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য কাজী সাইদ হাসান দুলাল , গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান ,রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কারিমুল্লাহ , রংপুর বিভাগীয় সমন্বয়কারী জুলফিকার আলী চঞ্চল , পুন্ড্রু অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমান মিজান প্রমুখ।