কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রোববার বিকেলে বগুড়ার কাহালুর আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দূর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/১৯ইং এর উদ্বোধন করা হয়। পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও
দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান খান (বদের)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য খোকন, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (বাদল) সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন অত্র ইউনিয়নের হলুদ দল বনাম টিয়া দল।