কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে রফিকুল ইসলাম নামের এক ব্যাক্তির বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রফিকুল ইসলাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের মধ্যেপাড়া এলাকার মৃত এনাদুল হকের ছেলে। রবিবার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায়, রফিকুল ইসলাম বিলচাপড়ি গ্রামের নিজ বসতঘর তালাবদ্ধ করে ঢাকাস্থ ছেলের বাসায় থাকে। দির্ঘদিন ধরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রবিবার দিবাগত রাতে কে বা কাহারা রফিকুল ইসলামের ফাঁকা ঘরে অগ্নি সংযোগ করে। ঘরের ভিতরে আগুনের লেলিহান শিখা
দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করে। ধুনট ফায়ার ষ্টেশনের লিডার ইনচার্জ শামীম রেজা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্র করেছে। ঘরে থাকা আলমারি, টেবিল, র্যাকসহ কিছু আসবাব পুড়ে গেছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান লিডার ইনচার্জ।