কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে রাতের আঁধারে এক গরীব কৃষক লাউ গাছ কর্তন করে লক্ষাধীক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে
উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বঘাট) গ্রামের মৃত সামছুল হকের ছেলে আব্দুর রহিমের জমিতে এঘটনা ঘটে। ভুক্তভোগি আব্দুর রহিম জানান, প্রায় ৬ মাস পুর্বে উপজেলার কান্তনগর গ্রামের মৃত আতাহার জোয়ারদারের ছেলে রাজিবের কাছ থেকে ১৫ শতাংশ জমি খাইখালাসী নিয়ে ধান চাষ করি। ধানের মৌসুম শেষে চলতি বছরে শীতকালিন সবজি হিসেবে ওই জমিতে লাউ চাষ করি। আমি প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সবজি ক্ষেতে যাই। সেখানে গিয়ে আমার লাউ কর্তন অবস্থায়
দেখতে পাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন রাতের আঁধারে কে বা কাহারা আমার লাউ গাছ কর্তন করে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি করেছে। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।