কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বগুড়ার কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজে সততা সংঘের উদ্যোগে দূনীতি বিরোধী রচনা, বিতর্ক, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সততা ষ্টোরের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের গভনিং বডির সভাপতি ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। অনুষ্ঠানের উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশন বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র
আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, দূর্নীতি দমন কমিশন বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক সুদীপ কুমার চৌধুরী, কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক। সঞ্চালনায় ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক মামুনুর রশিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী
কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের গভনিং বডির সদস্য ও কাহালু পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোফাজ্জল হোসেন, কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আফরোজ আলী খান আপেল সহ অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।