কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর ৪ দলীয় জোট তথা জামায়াত-বিএনপি কর্তৃক কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ সহ অন্যান্য নেতাকর্মীদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনায় সোমবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন কাহালু ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি, কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ করাকালীন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদ থেকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা জিয়া বিরোধী আন্দোলন এবং জামায়াত- বিএনপি তথা ৪ দলীয় জোটের বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে অংশগ্রহণ
করেছি এবং নেতৃত্ব প্রদান করেছি। জামায়াত-বিএনপি তথা ৪ দলীয় জোটের বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাকে চরম মূল্যে দিতে হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরে ৪ দলীয় জোটের সমর্থকেরা সন্ত্রাসী কর্মকান্ডের অংশ হিসেবে আমার বাসায় পেট্রোল ছুঁড়ে দিয়ে অগ্নি সংযোগ করে ভুস্মীভূত করেছিল এবং আমাকে ৭টি মিথ্যা মামলার আসামী করা হয়েছিল এবং আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনা ঘটেছিল। কাহালু উপজেলার আওয়ামীলীগের কোন নেতাই এমন ক্ষতির সম্মুখিন হয়নি। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগনেতা আাবুল কালাম আজাদ, আতোয়ার হোসেন, সেকেন্দার আলী মুন্সি, আবুল কাশেম (লাভা), বাদশা সেকেন্দার, আশরাফ আলী, আব্দুল ওহাব, আব্দুল মুমিন, মাজেদ আলী সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সর্বশেষ সংবাদ
- নন্দীগ্রামে নুন্দহ মাদ্রাসায় মাওলানা তোহা সভাপতি হওয়ায় উন্মুক্ত আলোচনা সভা ও দোয়া
- মহাস্থান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মিটু, সাধারণ সম্পাদক সুমন কোষাধ্যক্ষ শিপন
- নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
- নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়নে ৫নং ওয়ার্ডে পুনঃ ভোটে বাবু ইউপি সদস্য নির্বাচিত
- নন্দীগ্রামে গাঁজা-হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার
- নন্দীগ্রামে গাঁজা-হেরোইনসহ চার মাদক কারবারি গ্রেফতার
- রুল খারিজ, জুবাইদার মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- বগুড়াতে বন্যায় পানিবন্দি ৩০ হাজারের অধিক পরিবার!
- কাহালুর পাইকড়ে ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
- নন্দীগ্রাম রনবাঘা হাটের ইজারাদার প্রতিনিধিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা।
প্রচ্ছদ / রাজশাহী বিভাগ / ২০০৬ সালে ৪ দলীয় জোট কর্তৃক কাহালুর আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীতে অগ্নিসংযোগ ঘটনায় স্মরণ সভা অনুষ্ঠিত
Tags আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়ীতে অগ্নিসংযোগ ঘটনায় স্মরণ সভা অনুষ্ঠিত ২০০৬ সালে ৪ দলীয় জোট কর্তৃক কাহালুর