শাহজাহান আলী,শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামে আজিবর রহমানের টিউবওয়েল ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের আঃ রহমানের ছেলে গরু ব্যবসায়ি আঃ রহিম ও তার ভাই মনোয়ার হোসেন এর বসত বাড়ীতে হামলা চালায়। এসময় হামলাকারীরা বাড়িতে থাকা আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে প্রায় ২লক্ষাধিক টাকরা ক্ষতি সাধন করে। অভিযোগে জানা যায়, বাদিয়াচড়া গ্রামের মৃতঃ নোনাত আলীর ছেলে আজিবর রহমানের বাড়ীর টিউবওয়েল কে বা কাহারা ভাংচুর করে। এঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে এনামুল হক, শাহাদত হোসেন, হাসান সহ ১৫/২০ জনের একটি দল আঃ রহমানকে টিউবওয়েল ভাংচুরের ঘটনায় দোষারূপ করে উত্তেজিত হয়ে বাড়ী ঘরে হামলা চালিয়ে টিভি সহ আসবাবপত্র ভাংচুর করে , এসময় হামলাকারীরা অগ্নি সংযোগ করে নগদ অর্থ সহ ২লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করে। এব্যাপারে গরু ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, আমি গবীর মানুষ, টিউবওয়েল ভাংচুর কে কেন্দ্র করে আমাকে সন্দেহে করে প্রতিপক্ষরা অযথা আমার বাড়িতে হামলা চালিয়ে, অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। আমি প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য প্রশাসনের নিকট আহবান জানান। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।