কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবাসহ আনোয়ার হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ব্যবসায়ী উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আমির হোসেনের ছেলে। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি
থেকে ধুনট থানার এসআই মন্তাজ সঙ্গিয় ফোর্স নিয়ে তাকে আটক করে। ধুনট থানার এসআই প্রদীপ জানান, আটককৃত আনোয়ার হোসেন দির্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকের সময় তার বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২০পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ২০০ পিস ইয়াবাসহ আটকের অভিযোগে ঢাকার সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় মামলা রয়েছে। আটককৃত আসামিকে বুধবার সকালে থানা হাজত থেকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় থানা পুলিশ।