শাহজাহান আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১নং ময়দানহাট্রা ইউনিয়নের চান্দার বাকাসন এম এস এম দাখিল মাদ্রাসায় ২০১৯ সালের জেডিসি পরীক্ষার্থীদের জন্য ৩০অক্টোবর(বুধবার) বাদ যোহর আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আযোজন করা হয়। উক্ত আলোচানা সভা ও দোয়া মাহফিল অএ মাদ্রাসার সুপার জনাব আমিন উল্লাহর সভাপতিত্বে চান্দার বাকসন এম এস এম দাখিল মাদ্রাসার সিনিয়র মাওলানা মোঃ শাহজাহান আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অএ সহ-সুপার মোঃ বেলাল হোসেন, সহকারী মাওলানা মোঃ আব্দুস সালাম,মোঃমেহেদুল ইসলাম,সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম, আবু জাফর,মোঃ হযরত আলী, মোছাঃ লাভলী খাতুন, আবু সেলিম,আব্দুল ওহাব, সেকেন্দার আলী,মোঃ ইয়াকুব আলী, আবুল কালাম,অফিস সহকারী রফিকুল ইসলাম,সকল কর্মচারী মাদ্রাসার সকল শিক্ষার্থী২০১৯সালের জেডিসি শিক্ষার্থীবৃন্দ।পরে জেডিসি শিক্ষার্থীদের জন্য সকক শিক্ষক ও শিক্ষার্থীদেরকে নিয়ে পরীক্ষার্থীদের জন্যসাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসর সুপার সাহেব।