কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে ব্রাইট কোচিং সেন্টারের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে জেডিসি ও
জেএসসি পরীক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরন করা হয়। ঠিকাদার কফিল উদ্দিন খানের সভাপতিত্বে শিক্ষা উপকরন বিতরণকে সামনে রেখে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক এমজি রব্বানী উজ্জ্বল, অতিথি দৈনিক নতুনদিন ও মুক্তজমিন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এমএ রাশেদ, ধুনট পাইলট উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক নয়ন রেজা, ষ্টুডেন্ট ইউনিয়ন ফর রিয়েল ফ্রিডম বগুড়া জেলা শাখার প্রেসিডেন্ট কারিমুল হাসান লিখন। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে অতিথি বৃন্দ। এসময় সাব্বির আহম্মেদ, সজিব, আল আমিন, সোহান, বাপ্পি, জোবায়ের, সোহেল রানা, জবা খাতুন, রক্সি খাতুন, জুই, সুলতানা খাতুন, ইসমত জাহান, সাদিয়া, লাবণ্য প্রমূখ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।