কারিমুল হাসান লিখন, ধুনটঃ ধুনটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইকসহ নগদ টাকা ও মোবাইল ফোন হারিয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে অনিক বাবু নামের এক কলেজ ছাত্র। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায়। জানাগেছে, পাশ্ববর্তি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার
দুর্গতিপাড়া গ্রামের বাবলু ভ‚ঁয়ার ছেলে অনিক বাবু। সে ভবানীপুর টেকনিক্যাল কলেজের কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র। অনিক বাবু লেখা পড়ার পাশাপাশি ব্যাটারী চালিত ইজিবাইক চালিয়ে তার লেখাপড়ার খরচ বহন করতো। শনিবার বিকেলে
অজ্ঞাতনামা তিনজন যাত্রী কাজিপুর উপজেলার সোনামুখী বঙ্গবন্ধু বাসষ্ট্যান্ড থেকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য অনিক বাবুর ইজিবাইকটি রিজার্ভ নেয়। পথিমধ্যে ধুনট উপজেলার টিএন্ডটি এলাকায় পৌঁছিলে ওই যাত্রীরা কৌশলে অনিক
বাবুকে অজ্ঞান করে ইজিবাইকসহ নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন অনিক বাবুকে অজ্ঞান অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ বিষয়ে অনিক বাবুর বাবা বাবলু ভ‚ঁয়া বাদি হয়ে ধুনট থানায় একটি
লিখিত অভিযোগ দায়ের করেন। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, ওই ঘটনার
অভিযোগের ভিত্তিতে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।