কারিমুল হাসান লিখন, ধুনটঃ বগুড়ার ধুনটে ২ বোতল ফেন্সিডিল জব্দসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার অফিসার পাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মাদক কারবারি শামিম আকতার, পীরপাটি গ্রামের আবুল হোসেনের ছেলে অর্থ ঋণ মামলার ১ বছরের সাজা প্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেন ও
উপজেলার বাঁশপাতা গ্রামের গোলাম হোসেনের ছেলে ওয়ারেন্টভ‚ক্ত আসামি বুলেট সরকার। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। হাসপাতাল মোড় এলাকায় ইত্যাদি ফার্মেসী থেকে মাদক কারবারি শামিম আকতারকে আটকের সময় ২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
জাহাঙ্গীর হোসেনকে অর্থ ঋণ মামলার আসামি ও বুলেট সরকারকে আদালতে দায়ের করা একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান আটককৃতদের শনিবার সকালে থানা হাজত থেকে আদালতে পাঠানো হয়েছে।