জাফর আহমেদ শিমুল, ডিআইইউ প্রতিনিধি: মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখায় আগামী তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে৷
বুধবার (২২ জুলাই) মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির এসব তথ্য নিশ্চিত করা হয়৷
মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইপোনুর রহমান মুন্না জানান, মুক্তিযুদ্ধের চেতনা বাঙালির চেতনা এই স্লোগানকে সামনে রেখে শোষণমুক্ত সমাজ গড়াই আমাদের অঙ্গীকার,
বাংলার অসহায় নির্যাতিত নিপীড়িত ন্যায্য অধিকার বঞ্চিত মানুষের জন্য এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তোলায় হবে আমাদের লক্ষ্য।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হাসান জানান- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে নির্যাতিত ও নিপিড়ীত মানুষের অধিকার আদায়,ও তাদেরকে সমাজের বিভিন্ন অসহায় মানুষের শোষণের কালো থাবা থেকে মুক্ত করতেই এই সংগঠনটির পথ চলা শুরু। আমি সবসময়ই চেষ্টা করবো এই সংগঠনের স্বার্থে কাজ করে যেতে।