শ্রীবরদী উপজেলা ইউএনও নিলুফা আক্তার উদ্যোগে গণসচেতনতা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা‌কে সামনে রেখে ক‌রোনা ভাইরাস ও স্বাস্থ্যসুরক্ষা নি‌শ্চিত কর‌তে গণস‌চেতনতা কার্যক্রম ক‌রে আস‌ছেন শেরপুর জেলার শ্রীবরদী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) জনাব নিলুফা আক্তার।

‌তি‌নি শ্রীবরদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ জনসচেতনতা কার্যক্রম ক‌রেন। এছাড়াও হাট-বাজার,বিভিন্ন স্তরের যানবাহন স্ট্যান্ড ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান গুলোতে গি‌য়ে জনসচেতনতা কার্যক্রম ক‌রেন।

এরই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে মঙ্গলবার (৩০ জুলাই) রাণীশিমূল ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার গুলোতে ইউএনও নিলুফা আক্তারের প্রত্যক্ষ দিক নিদর্শনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ডগ্লাভস বিতরণ করেন। স্থানীয় নেতাদের উপস্থিতিতে স্বাস্থ্য বিধি ও সচেতনতার জন্য পথচারীদের মাঝে বিনামূল্য‌ে ৪০০টি মাস্ক ও হ্যান্ডগ্লাভস বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন রাণীশিমূল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ,রকিব হাসান লেনিন, সোহেল, মমতা‌সির আহম্মেদ মিশু  , আরমান হাসান,কবির,শতীল,শরিফ, তৌহিদ,ইমরান,নাসিম,নবিন,জিহান,রাব্বানী,মাহিদ সহ স্বেচ্ছাসেবক টিমের অন্যান্য সদস্যরা। এসময় শ্রীবরদী উপজেলার নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, ‘করোনার বিরুদ্ধে এটি একটি সামাজিক আন্দোলন। এই সামাজিক আন্দোলনে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। পাশিপাশি সর্বস্তরের মানুষকে নিজ নিজ জায়গায় গণসচেতনতা মূলক কাজ করার আহবান জানান।তিনি এসময় স্বেচ্ছাসেবকদের জনসচেতনতা মূলক কাজের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।বিভিন্ন ইউনিয়ন গুলোতেও সচেতনতা মূলক কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *