আলমগীর হুসাইন, ঢাবি প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পাইকুড়া গ্রামের ফকির (৪০) নামের এক ব্যক্তি পানিতে ডুবে মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। মৃত ব্যক্তি উক্ত গ্রামের মৃত গনি মিয়ার ছেলে বলে জানা যায়। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত মৃত ব্যক্তির বড় ভাই চান মিয়া।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটে বলে চানা গেছে। ভাই চান মিয়া বলেন, ‘বিয়ের দাওয়াত খাওয়ার জন্য নৌকা দিয়ে পাশ্বর্বতী দাড়িয়ার পাড় গ্রামে যান,
সেখান থেকে ফিরের পথে এমন ঘটনা ঘটে।
নৌকায় থাকায় বেঁচে যান এক ছেলে ও মেয়ে।’
এ বিষয়ে জানতে চাইলে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান বলেন মৃতের ঘটনাটি সত্য, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশটি তদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।