“পাবনা -৪ এর উপনির্বাচনে নুরুজ্জামান বিশ্বাস মনোনয়ন পাওয়ায় আলিফের নেতৃত্বে ঈশ্বরদীতে মিষ্টি বিতরণ”

নিউজ ডেস্ক ঃ

পাবনা-৪ আসনে বীর মুক্তিযোদ্ধা, পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কে.এম. ইয়ামিনুল হাসান আলিফের নেতৃত্বে সাবেক-বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা ঈশ্বরদীর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন।
ঈশ্বরদী বাজারের বিভিন্ন দোকানে,রেলগেটে, পিয়ারপুর মোড়ে বিভিন্ন দোকান, পথচারী, রিক্সাচালকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় কাওসার আহমেদ, মোত্তাকিন আহমেদ সাকিব,সোহেল হাসান শান্ত,মোহন রেজা, সাকিব আব্দুল্লাহ প্রান্ত,মাইনুল ইসলাম কনক, রুবেল হাসান সহ বিভিন্ন সাবেক-বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ বলেন “বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের মনোনয়ন পাওয়াটা ছিলা সবারই চাওয়া।নৌকা প্রতিক পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার জনসমর্থনের প্রমাণ তিনি কয়েকবার দিয়েছেন। তার পুত্র যুবনেতা দোলন বিশ্বাসের নেতৃত্বে নুরুজ্জামান চাচার পক্ষে নিয়মিত করোনাকালীন সময়ে ত্রান বিতরণ করেছেন।”
এসময় ঈশ্বরদীর আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের শ্রদ্ধা,সম্মান ও ভালোবাসার মানুষ, নুরুজ্জামান বিশ্বাসকে নৌকার মাঝি মনোনিত করায় শেখ হাসিনাকে ঈশ্বরদীর মুজিব সৈনিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানান এই সাবেক ছাত্রনেতা।
এদিকে নুরুজ্জামান বিশ্বাস মনোনয়ন পাওয়ায় ঈশ্বরদীর মানুষের মাঝে বাধভাঙ্গা উচ্ছাস দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *