আরমান হাসান, স্টাফ রিপোর্টার: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সারাদেশের ন্যায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঐতিহ্যবাহী ভায়াডাঙ্গা এ.এম. সিনিয়র আলিম মাদ্রাসার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে (১৫ আগস্ট) শনিবার সূর্যোদয়ের সাথে সাথে মাদ্রাসা মাঠে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করার হয় এবং এর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবসের শুভ সূচনা করা হয়।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসার সভাপতি জনাব মোঃ মুরাদ মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আঃ মালেক, আওয়ামীলীগ নেতা জনাব মোঃ মাঈনুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা নুরুল ইসলাম ,মাওলানা শামসুল হক, মো: আলামিন মিয়া, মাদ্রাসার কর্মকর্তা, কর্মচারি সহ আরও অনেকে।