নিজস্ব প্রতিনিধি,
করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দেশে রোটারী ক্লাব অব ঢাকা স্টাররের উদ্দ্যােগে বিনামূল্যে মাস্ক বিতরন হয়৷
রবিবার (৩০ আগস্ট) ঢাকার প্রায় এক হাজার পথচারী, রিক্সাচালক,সবজি বিক্রেতা,রাস্তার পাশে চায়ের দোকানের ক্রেতা,শিক্ষার্থী, এবং মুদি দোকানীর মাঝে এসব মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়৷
বনানী থানার ওসি নূর ই আযম এর কাছে বনানী থানার পুলিশ অফিসার ও সদস্যদের জন্য ৩০০ পিছ মাস্ক হস্তান্তর করেন রোটারি ক্লাব অব ঢাকা স্টারস এর প্রেসিডেন্ট রোটারিয়ান ফয়সাল মাহমুদ জিতু , পিপি রোটারিয়ান মাহমুদ হাসান ও রোটারি ক্লাব অব বসুন্ধরা ঢাকার প্রেসিডেন্ট (২০২১-২২) সহ দায়িত্বশীল অনেকে৷
এ সময় রোটারিয়ান ড: শাহ আলম চৌধুরী জানান- দেশের এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাড়াতেই রোটারী পরিবারের এই উদ্দ্যােগ৷ সংকটকে শক্তিতে রুপ দিয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে রোটারী পরিবার৷