শ্রীবরদীতে ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ৩

নিজস্ব প্রতিবেদক- শেরপুর    জেলার শ্রীবরদী উপজেলায় ডি‌বি পু‌লিশ প‌রিচয় দি‌য়ে টাকা ছিনতাই ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ আগস্ট) ভোর সা‌ড়ে ৩ টায় রাণীশিমূল ইউনিয়নের বিলভরট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্বৃত্তরা ৩ জন কে আটক করে থানায় সোপর্দ ক‌রেন গ্রামবাসী সহ ভায়াডাঙ্গা বাজার নিরাপত্তা  কমিটি ও ইউনিয়ন আওয়ামীলীগ।

জানা যায়, বাঘহাতা গ্রামের ভ্যান‌ চালক সাদা মিয়ার সাথে এই ঘটনা ঘ‌টে। তি‌নি ভ্যান‌ চালি‌য়ে রা‌তে বা‌ড়ি ফেরার প‌থে ৩ জন লোক ‌ডি‌বি প‌রিচ‌য়ে তার রাস্তা উপরোধ করে এবং টাকা ছিনতাই ক‌রে। পরে ভায়াডাঙ্গা বাজার নিরাপত্তা কমিটিকে এই বিষয় টি জানালে তারা সেই ৩ জন কে আটক করে। নিরাপত্তা কমিটি ও স্থাননীয় আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ বিষয়টি শ্রীবরদী থানায় অবগত করলে এস আই কামরুল এর নেতৃত্বে তা‌দেরকে থানায় নিয়ে আসেন।

এ বিষ‌য়ে সাদা মিয়ে বলে, “আমি একজন গবির ভ্যান চালক। রাতে যখন আমি বাড়ি যাচ্ছিলাম তখন দুইটা মোটরসাইকেল এ করে ৩ জন আমার রাস্তা উপরোধ করে। এবং ডিবি পুলিুশ পরিচয় এ আমার কাছে থাকা সকল টাকা ছিনিয়ে নেই। আমি ভয়ে কিছু বলতে পারি নাই। পরে ভায়াডাঙ্গা বাজার নিরাপত্তা কমিটিকে এই বিষয় টি জানালে তারা সেই ৩ জন কে আটক করে।”

আটককৃত ৩ জন এর মধ্যে ২ জন বক‌সিগঞ্জ মাছপারা গ্রামের মোঃ হাসান মিয়া(২৬),মোঃ রোহান (২২) আরেক জন বকশিগঞ্জ বাসস্টেন সংলগ্ন  বীরমুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক এর ছে‌লে মোঃ সংগ্রাম(২০) ব‌লে জানা গে‌ছে।

এ বিষ‌য়ে রাণ‌ী‌শিমূল ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আ‌নোয়ার পার‌ভেজ বলেন- ‘জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলায় গড়র লক্ষে মাদক ও সন্ত্রাস নির্মূলে বিকল্প নেই। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার কামনা করি।’

এ বিষ‌য়ে এস আই কামরুল বলেন, ” আমরা দুর্বৃত্তরা ৩ জন কে আটক করে থানায় এ‌নে‌ছি, বিষটি সুষ্ঠু তদন্তের সাথে বিচার কারা হবে।

এ বিষ‌য়ে শ্রীবরদী থানার ও‌সিকে একা‌ধিকবার মু‌ঠো‌ফো‌নে যোগা‌যোগ করার চেষ্টা কর‌লেও উনা‌কে ফো‌নে পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *