নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা কার্যালয়ের সামনের বঙ্গবন্ধুর ভাস্কর্যটি পুন:নির্মানের দৃষ্টি আকর্ষণ করেন শেরপুর জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান সাকিল । বৃহস্পতিবার (২৭ আগস্ট) শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান ও শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন পত্র জমা দেন শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সহ শ্রীবরদী উপজেলা ছাত্রলীগ নেতা কর্মীরা।
আবেদন পত্রে উল্লেখ্য আছে, শ্রীবরদী উপজেলা কার্যালয়ের সামনের বঙ্গবন্ধুর ভাস্কর্যটি বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি হিসেবে নির্মাণ করা হয়েছে তা বঙ্গবন্ধুর মূল চেহারার সাথে ৫০ থেকে ৬০ ভাগ অমিল।যা দৃশ্যমান অমিল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করবে।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলা কার্যালয়ের সামনের বঙ্গবন্ধুর ভাস্কর্যটি গত ১৬ মে ২০১৯ সালে সাবেক উপজেলা নির্বাহী অফিসার জনাব সেঁজুতি ধর এর পরিকল্পনা ও বাস্তবায়নে উদ্বোধন করেন; শেরপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক।
শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলের সাথে উপস্থিত ছিলেন,রাজশাহী প্রোকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন, শেরপুর জেলা ছাত্রলীগ সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সহ-সম্পাদক মনিরুজ্জামান রুমন,
শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেরাজ উদ্দিন চৌধুরী, যুগ্ম-আহবায়ক জিয়াউল হক জেনারেল, রনি চন্দ্র মোদক, উপজেলা ছাত্রলীগের সদস্য আল মাহমুদ রাসেল, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সভাপতি রিপন, শ্রীবরদী পৌর ছাত্রলীগের আহব্বায়ক হামিদুর রহমান,যুগ্ম-আহবায়ক আবির হাসান সিদ্দিক(শুভ), মুজাহেদুল ইসলাম জিহাদ,রাণীশিমূল ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মমতাসির আহমেদ মিশু, ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, নাজমুস সাকিব সতিল,মোঃ মুমিন মিয়া, শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রলীগের আহব্বায়ক মিনাল মিয়া।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, বিষয়টি প্রোপার ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।